বিজ্ঞানবুক এ আপনাকে স্বাগতম। এই আর্টিকেলে আমরা জানবো প্রণোদিত প্রজনন সম্পর্কে। প্রণোদিত প্রজননের জন্য কি ধরনের মাছ নির্বাচন করা হয়, কী ভাবে তাদের প্রণোদিত করা হয়, তার সবকিছুই আমরা এই আর্টিকেলে জানব। তাহলে চলুন শুরু করা যাক।
প্রণোদিত প্রজনন কাকে বলে ?
যে পদ্ধতিতে পরিণত মাছে গোনাডোট্রফিন ইনজেকশন দিয়ে শুক্রাণু ও ডিম্বাণু নির্গত করতে প্রণোদিত করা হয় এবং ব্রিডিং হাপায় নিষিক্ত করণ ঘটানো হয় তাকে প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং বলে।
প্রজননক্ষম মৎস্য নির্বাচন :
১. পরিণত এবং প্রজননক্ষম এমন ১.৫ থেকে ৫ কেজি ওজনের মাছ ব্যবহার করা হয়।
২. প্রতিটি সেটে একটি স্ত্রী মাছ এবং দুটি পুরুষ মাছ ব্যবহার করা হয়।
৩. মাছে ইনজেকশন প্রয়োগ করার পর তাদের হাপায় স্থানান্তরিত করা হয়।
পিটুইটারি গ্রন্থি সংগ্রহ, সংরক্ষণ :
১. পিটুইটারি গ্রন্থি ১০০% অ্যালকোহলের মধ্যে রাখা হয়।
২. প্রথমে পিটুইটারি গ্রন্থিকে হোমজিনাইজ করা হয় এবং তারপর সেন্ট্রিফিউজ করা হয়।
৩. এরপর ফিলট্রেট কে নিয়ে ১:২ অনুপাতে গ্লিসারলে সংরক্ষণ করা হয়।
পিটুইটারি নির্যাস প্রয়োগ :
১. পিটুইটারি নির্যাস পুরুষ মাছকে একবার এবং স্ত্রী মাছকে দুবার দেওয়া হয়।
২. মাছের শরীরে স্পর্শেন্দ্রিয় রেখা বাদে, ইনজেকশন ৪৫° কোণে পেশির মধ্যে প্রবিষ্ট করিয়ে দেওয়া হয়।
হাপায় স্থানান্তরণ :
হাপা উল্টানো মশারির মতো হয়। হাপা দু-প্রকারের — ১. ব্রিডিং হাপা এবং ২. হ্যাচিং হাপা
১. ইনজেকশন প্রয়োগ এর পর পুরুষ এবং স্ত্রী মাছকে ব্রিডিং হাপাতে স্থানান্তরিত করা হয়।
২. এই ব্রিডিং হাপাটি , হ্যাচিং হাপার ভিতরে থাকে।
৩. ব্রিডিং হাপায় স্ত্রী মাছ ডিম্ব এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। ডিম্বগুলি নিষিক্ত হয়।
৪. নিষিক্ত ডিম্ব , ডিম্ব মাপক কাপের সাহায্যে তুলে ব্রিডিং হাপা থেকে সরিয়ে হ্যাচিং হাপায় রাখা হয়।
৫. হ্যাচিং হাপায় নিষিক্ত ডিম্ব স্থানান্তরণের ১৮ থেকে ২০ ঘন্টার মধ্যে ডিম ফুটে ডিমপোনা এর নির্গমন ঘটে।
Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
পড়তে থাকুন বিজ্ঞানবুক।
ধন্যবাদ।।