পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর | Environmental studies Question and Answer in Bengali

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো পরিবেশ বিদ্যা থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্ন গুলির মধ্যে থেকেই প্রশ্ন করা হয়। তাই এই আর্টিকেলে সেই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর

১. অতিরিক্ত পরিপোষক সম্পন্ন জলাশয় — 

ইউট্রোফিক


২. রাচেল কারসন এর লেখা বই — 

সাইলেন্ট স্প্রিং


৩. যে জল দূষকের জন্য ব্লু বেবি সিনড্রোম দেখা যায় — 

নাইট্রেট


৪. পেট্রল গাড়ির একটি গুরুত্বপূর্ণ বায়ুদূষক — 

কার্বন ডাইঅক্সাইড


৫. ভূপাল গ্যাস দূর্ঘটনা যে গ্যাসের কারণে ঘটেছিল — 

মিথাইল আইসোসায়ানেট


৬. নর্মদা বাঁচাও আন্দোলনের পথিকৃৎ ছিলেন — 

মেধা পাটেকর


৭. সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল — 

কেরালা তে


৮. মরুভূমিতে অভিযোজিত উদ্ভিদ কে — 

জেরোফাইট বলে


৯. পশ্চিমবঙ্গের রামসার সাইট হলো — 

পূর্ব কলকাতার জলাভূমি


১০. ভারতের জৈব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চলের সংখ্যা — 

4 টি


১১. দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকুলের উত্তপ্ত জলপ্রবাহের নাম — 

এল নিনো 


১২. একটি ক্রান্তীয় সাভানা বায়োমের উদাহরণ — 

অষ্ট্রেলিয়ার তৃণভূমি


১৩. প্রোটোজোয়া ঘটিত রোগ — 

অ্যামিবায়োসিস


১৪. সর্দার সরোবর বাঁধ অবস্থিত — 

গুজরাটে


১৫. জৈব ভাবে বিয়োজিত হয় না, এমন বর্জ্য পদার্থ — 

বৈদ্যুতিন বর্জ্য 


১৬. নবীকরণ যোগ্য শক্তি নয় — 

ফসিল জ্বালানি


১৭. মে দুটি রাজ্যের মধ্যে কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধ রয়েছে — 

কর্নাটক এবং তামিলনাড়ু


১৮. ওজোন ছিদ্রের প্রতিকার সংক্রান্ত আলোচনা হলো — 

মন্ট্রিল প্রোটোকল


১৯. ত্বকের ক্যানসার সৃষ্টি করে — 

UV রশ্মি


২০. নিত্য ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগের মাপ — 

২০ মাইক্রন


২১. একটি নাইট্রোজেন সংবন্ধন কারী ব্যাকটেরিয়া হলো — 

রাইজোবিয়াম


২২. তেজস্ক্রিয় চুল্লিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল হলো — 

U ²³⁵


২৩. ওজোন হোল বা ওজোন ছিদ্র প্রথম যে স্থানে দেখা যায় — 

আন্টার্কটিকা


২৪. সুন্দরবন হলো একটি — 

অভয়ারণ্য


২৫. জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন প্রচলিত হয় — 

১৯৭৪ সালে


তোমাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবে।


বিজ্ঞানবুক ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সাজেশন থাকলে বা আমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাদের জানান 'Contact us' পেজে গিয়ে।

ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদেরকে লাইক ফলো করার জন্য 'Follow us' এ গিয়ে 'Facebook' আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ খুলে যাবে।

এছাড়াও আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউবে। ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য একইভাবে 'Follow us' এ গিয়ে 'YouTube' আইকনের উপর ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল খুলে যাবে।

এছাড়াও আপনি আমাদেরকে কু- অ্যাপ এ ফলো করতে পারেন। সেই জন্যই আপনি খুব অ্যাপ এ গিয়ে সার্চ করুন Bigyanbook এবং ফলো করুন আমাদেরকে কু অ্যাপে।

আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এইখানে আমরা পোস্ট করি বিভিন্ন ধরনের আমাদের নতুন নতুন আর্টিকেল প্রশ্নোত্তর এবং আরো বেশ কিছু জিনিস যা আপনার প্রয়োজনে লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য একইভাবে নীচে 'Follow us' এ গিয়ে 'Join Telegram' আইকনের উপর ক্লিক করলে আমাদের অফিসিয়াল টেলিগ্ৰাম চ্যানেল খুলে যাবে।

পড়তে থাকুন বিজ্ঞান বুক। শেয়ার করতে থাকুন আমাদের বিভিন্ন আর্টিকেলগুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট!

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post