{tocify} $title={এক নজরে শিরোনাম}
Bt জিন কী ?
Bacillus thuringiensis ব্যাকটেরিয়ার জিনের প্রোটিন ঘটিত টক্সিক পদার্থ নির্দিষ্ট কিছু পোকা মাকড়কে মারতে সক্ষম। এই জিনকে Bt জিন বলে।
Bt জিনের ব্যবহার
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করতে, Bt জিনের ব্যবহার করা হয়।
১. Bt জিন তুলো গাছে প্রবেশ করিয়ে পতঙ্গ প্রতিরোধী তুলো উদ্ভিদ, Bt - কটন সৃষ্টি করা হয়েছে।
২. Bt জিন তামাক উদ্ভিদ এর মধ্যে প্রবেশ করিয়ে, রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন ট্রান্সজেনিক তামাক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে।
😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন।
😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন।
😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।
😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।
😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।
😊 ধন্যবাদ ।।